কল্যাণ ডেস্ক
জন্মদিনের উপহারের ভেতরে থাকা গ্রেনেডের বিস্ফোরণে নিহত হয়েছেন ইউক্রেনীয় সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা মেজর গেন্নাডি চাস্তিয়াকভ। ইউক্রেনীয় কর্মকর্তারা সোমবার এমন দাবি করেছেন।
সোমবার টেলিগ্রামে জেনারেল জালুঝনি লিখেছেন, দুঃখজনক ঘটনায় আমার সহকারী ও ঘনিষ্ঠ বন্ধু মেজর গেন্নাডি চাস্তিয়াকভ নিহত হয়েছেন।
তিনি বলেছেন, চাস্তিয়াকভের পাওয়া উপহারগুলোর একটিতে থাকা অজ্ঞাত বিস্ফোরক বস্তুর বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।
শুরুতে উপহারের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে চাস্তিয়াকভকে হত্যার করা হয়েছে বলে দাবি করা হয়েছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ইগো ক্লিমেঙ্কো এক বিবৃতিতে বলেছেন, জন্মদিনের উপহারে পাওয়া গ্রেনেড ভর্তি একটি বাক্স চাস্তিয়াকভকে দেখায় তার ছেলে। প্রথমে তার ছেলে গ্রেনেডটি নিজের হাতে নেয় এবং রিং ঘোরাতে শুরু করে। ওই সময় চাস্তিয়াকভ ছেলের হাত গ্রেনেড দূরে সরান এবং রিং খুলে ফেলেন। এতে দুর্ভাগ্যজনক বিস্ফোরণ ঘটে।
তিনি আরও বলেছেন, এক সেনা সদস্য এই উপহার দিয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। একই ধরনের আরও দুটি গ্রেনেড জব্দ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
ইউক্রেনীয় পুলিশ জানিয়েছে, নিহত চাস্তিয়াকভের ১৩ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে।
