নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কাটা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর আয়োজনে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সদস্য নুর ইমাম বাবুল, হাসান ইমাম সাগর, প্রদীপ দাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শাহাজাদা নেওয়াজ, সদস্য শেখ কামরুজ্জামান, আব্দুস সাত্তার, সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম, ৫ নং ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান বাসিত এবং এস এম রয়েল, ৮ নং ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, ইমন তরফদার, মো. সজীব, চুড়ামনকাটি ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী বাবু, সদস্য সুজন হোসেন, রামনগর ইউনিয়ন কমিটির আহ্বায়ক মেহেদী হাসান সোহাগ, যুগ্ম সেলিম রেজা বাবলু, দেয়াড়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য আক্তার হোসেন, আরবপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক ইস্রাফিল সর্দার প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান উদযাপন করেন এবং দেশে আওয়ামী লীগ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের প্রস্তুতি থাকার কথা ব্যক্ত করেন।
