নিজস্ব প্রতিবেদক
উৎসব আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার যশোরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। তবে এদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক গ্রুপ পৃথকভাবে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে। এসব কর্মসূচিতে কর্মী-সমর্থকরাও ভাগ হয়ে অংশ নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এছাড়া জেলা যুবমহিলা লীগের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফারিদ আহমেদ এবং সদর উপজেলা যুবলীগের ব্যানারে যুবমহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ার অংশ নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিকেলে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়ে শোভাযাত্রাটি মনিহার চত্বরে যেয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শহীন চাকলাদারের নেতৃত্বে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি বাজিয়ে তারা আনন্দ-উল্লাস করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রায়হান, গোলাম মোস্তফা, এস এম হমায়ূন কবির কবু, সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা সরদার কনক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম এ বাসার, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, আনোয়ার হোসেন মোস্তাক, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, মশিয়ার রহমান সাগর, গোলাম মোস্তাফা, সামির ইসলাম পিয়াস, মারুফ হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, পৌর কাউন্সিলর আলমগীর কবীর সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ, ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, চুড়মনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমার, চাঁচড়া চেয়ারম্যান শামীম রেজা, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবীর তুহিন প্রমুখ। এরআগে সকালে বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী রায়হান, এএসএম হুমায়ুন কবীর কবু, উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য মারুফ হোসেন খোকন, সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন মোস্তাক, সামির ইসলাম পিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম নিয়ামত উল্লাহ, ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস প্রমুখ।
অন্যদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু মুর্যালে এমপি নাবিলের পক্ষে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, সদস্য সাইফুল ইসলাম তুহিন, সদস্য এহসানুর রহমান লিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজ্জামান, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, জেলা যুবলীগের সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
অপরদিকে বিকাল ৫ টায় শহরের বিডি হলে জেলা যুবমহিলা লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
এছাড়া শহরের লিটন টাওয়ারে আওয়ামী লীগের জন্মদিনের কেক কাটার আয়োজন করে সদর উপজেলা যুবলীগ। এতে উপস্থিত ছিলেন সদ্য শেষ হওয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ফাতেমা আনোয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস প্রমুখ।