বিনোদন ডেস্ক
নতুন করে দর্শকদের জন্য তৈরি হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা পুরনো আটটি গান। নতুন শিল্পীদের গলায় সেগুলোর জন্য করা হয়েছে নতুন করে মিউজিক ও সংগীতায়োজন। তবে সুর অটুট রেখেই প্রস্তুত করা হয়েছে গানগুলো।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির উদ্যোগে ‘আমাদের গান’ নামে একটি উদ্যোগ চালু হয়েছে ২০২০ সালে। সেই উদ্যোগের নতুন সিজন শুরু হচ্ছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা আটটি গান দিয়ে। নাম দেয়া হয়েছে ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার।
এমনটাই জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার। তিনি বলেন, ‘আজ আব্বুর (গাজী মাজহারুল আনোয়ার) জন্মদিন। সে উপলক্ষে আগামীকাল বাবার লেখা পুরনো আটটি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। গানগুলো গেয়েছেন এই প্রজন্মের শিল্পীরা। তবে আটটি গান প্রস্তুত থাকলেও প্রতি মাসে একটা করে প্রকাশ পাবে।
তিনি জানান আটটি গান গেয়েছেন, কোরাস (জয় বাংলা বাংলার জয়), প্রিয়াঙ্কা বিশ্বাস (আকাশের হাতে আছে একরাশ নীল), নন্দিতা (শুধু গান গেয়ে পরিচয়), নন্দিতা ও মেহারাব (এ মন তোমাকে দিলাম), দিঠি আনোয়ার (সে যে কেন এলো না), চঞ্চল চৌধুরী ও মেজবাহ (আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার), অনিমেষ রয় (তুমি আরেকবার আসিয়া), চঞ্চল চৌধুরী ও শাওন (ঢাকা শহর আইসা আমার)। গানগুলোর কম্পোজিশন করেছেন ইমন সাহা। তবে এই উদ্যোগের সঙ্গে আমেরিকার মিউজিশিয়ানও বাজিয়েছেন। পাশাপাশি এর মিক্স মাস্টারিং করা হয়েছে ভারতের চেন্নাইতে।
আরও পড়ুন: ১০০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলল ‘পাঠান’
প্রথম গান প্রিয়াঙ্কার গাওয়া ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ মুক্তি পাবে আগামীকাল। এটাই ছিল গাজী মাজহারুল আনোয়ারের লেখা প্রথম চলচ্চিত্রের গান। এরপর থেকে নিয়মিতভাবে প্রতি মাসে একটি করে গান আসবে।
দিঠি আনোয়ার এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘এটা আসলে আমার বাবার একধরনের ডিজিটাল আর্কাইভ। এখানে গানের একটা হিস্ট্রি থাকবে। পাশাপাশি আব্বুর একটা বায়োগ্রাফিও থাকবে।
পুরো উদ্যোগটা নিয়ে তিনি বলেন, ‘গত বছর আব্বুর জীবিত অবস্থায় ২০২১ সালে ‘অল্প কথার গল্প গান’ নামের একটি বই বের হয়। এর কয়েকটা সংকলন প্রকাশ পেয়েছে। প্রতিটিতে ১০০টি করে গান ও গানের ইতিহাস আছে। তবে আমাদের মনে হয় এখন যেহেতু ডিজিটাল যুগ, তাই ডিজিটালি কিছু একটা থাকুক। এই চিন্তা থেকেই আইপিডিসির সঙ্গে যোগাযোগ। তারাও খুব আগ্রহ দেখান। সব মিলিয়েই কাজটি শুরু হয়।
তিনি জানান জন্মদিন উপলক্ষেই এটি শুরু হলেও আগামীকাল হবে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন। এ ছাড়া জন্মদিন উপলক্ষে আজ পারিবারিকভাবে এতিমখানায় খাওয়ানো ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, দেশের কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জন্ম ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে। জীবদ্দশায় তিনি ২০ হাজারের বেশি গান লিখেছেন। যার সবই জনপ্রিয় হয়েছে। গেয়েছেনও দেশের সব জনপ্রিয় শিল্পীরা। ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের মনোনীত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় ছিল তার রচিত ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’, ‘একতারা তুই দেশের কথা বল’- এই তিনটি গান।
পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র পরিচালনা ও চলচ্চিত্রের কাহিনি লিখতেন বর্ষীয়ান এই গীতিকার। সেগুলোও হয়েছে সমাদৃত।
গত বছরের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এই গীতিকার।
আরও পড়ুন: খাবারে চুল পেয়েছেন মিমি, ক্ষমা চাইলেন বিমান সংস্থা
