নিজস্ব প্রতিবেদক
দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলার ৭২তম জন্মদিনে বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার অফিসে এসে ও মোবাইল ফোনে দিনভর তাকে শুভেচ্ছা জানান শুভানুধ্যায়ীরা। এদিন কল্যাণ পরিবারের সদস্যরা পত্রিকা দপ্তরে সম্পাদকের জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ সব সাংবাদিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
গতকাল একরাম-উদ-দ্দৌলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে দৈনিক গ্রামের কাগজ পরিবার, উদীচী যশোর, ইত্তেফাকের যশোরস্থ স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাইদ বুলবুল, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, জিটিভি’র যশোর প্রতিনিধি তহিদ মনি,

আইইডি যশোরের ব্যবস্থাপক বীথিকা সরকার, উন্নয়ন কর্মকর্তা কিশোর কুমার কাজল, জনউদ্যোগ সদস্য অ্যাড. কামরুন নাহার কণা, স্পন্দন সংগীত একাডেমি, ব্যাঞ্জন যশোর, নাজমুন নাহার রিনু-জাহিদুল ইসলাম যাদু দম্পত্তি ও সভাপতি রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে যশোর জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার গভীর রাত থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত। শুভেচ্ছা বার্তায় সকলে কল্যাণ সম্পাদকের দীর্ঘায়ু কামনা করেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একরাম-উদ-দ্দৌলা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আরও পড়ুন:বর্ষবরণ ঘিরে যেন প্রাণের ছোঁয়া লেগেছে সংস্কৃতির শহর যশোরে