নিজস্ব প্রতিবেদক
জন্মদিন শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। মঙ্গলবার (৮ এপ্রিল) ৭৪তম বসন্তে পা দিয়েছেন তিনি। তার এই জন্মদিন ঘিরে উৎসবে মেতে উঠেন সাংবাদিক, সংবাদপত্রসেবী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় দপ্তরে কেক কাটেন কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার পরিবারবর্গ। এ দিন কেউ অফিসে এসে কেউ বা মুঠোফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘায়ু কামনা করেছেন তারা।
কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলার জন্মদিন উপলক্ষে বিকেল থেকে দপ্তরে আসতে থাকেন সাংবাদিক, সংবাদপত্রসেবী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পত্রিকা দপ্তরে এসে ফুলেল শুভেচ্ছা জানান, বিশিষ্ট সাংবাদিক ‘যশোরের কাগজ’র উপদেষ্টা সম্পাদক রুকুনউদ্দৌলাহ, বীথিকা সরকার এর নেতৃত্বে আইইডির যশোর কেন্দ্র’র কর্মকর্তারা , দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে পত্রিকার সাংবাদিকরা, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ঐক্য বন্ধনের নেতৃবৃন্দ, জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আইডিয়া সমাজ কল্যাণ সংস্থা ও পিঠা পার্ক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিতসহ অন্যান্যরা, সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনের নেতৃত্বে দৈনিক বাংলার ভোর পরিবার, যশোর কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা ও সামাজিক ব্যক্তিত্ব শ্রাবস্তী আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বে দৈনিক কল্যাণ পরিবার, সম্পাদক আলমগীর কবিরের নেতৃত্বে দৈনিক রূপান্তর প্রতিদিন পরিবার, স্বাধীন আলোর পক্ষে রুহুল আমিন, সভাপতি মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, দৈনিক কল্যাণের বাঘারপাড়াস্থ নিজস্ব প্রতিবেদক ইকবাল কবির ও প্রতিনিধি শহিদুল ইসলামসহ আরো অনেকে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সোমবার গভীর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় সকলে দৈনিক কল্যাণ সম্পাদকের দীর্ঘায়ু কামনা করেন। সর্ব শ্রেণির মানুষের ভালবাসায় সিক্ত একরাম-উদ-দ্দৌলা কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন।
এদিকে জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় পত্রিকা দপ্তরে কেক কাটেন কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার পরিবারবর্গ। সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপু, প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান শিমুল, ক্রিয়েটিভ হেড খাইরুজ্জামান সুজন, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক তবিবর রহমানসহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।