আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
যশোর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন। তবে কমিটি তার জবাবে সন্তুষ্ট হতে পারেনি। এ জন্য তাকে আবারও তলব করেছে অনুসন্ধান কমিটি। ব্যাখ্যাসহ সশরীরে তাকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে ৩ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত এক নোটিশে তাকে শোকজ করা হয়, যার পরিপ্রেক্ষিতে বুধবার বেলা ১১টার দিকে তার প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেন। বুধবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সুজাতা আমিন স্বাক্ষরিত আরেকটি নোটিশে বলা হয়, আপনার ব্যাখ্যা অনুসন্ধান কমিটির কাছে সন্তোষজনক না হওয়ায় আগামীকাল বেলা ১টার মধ্যে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। গত ৩ ডিসেম্বরের নোটিশে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার তাকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দিল নির্বাচনী তদন্ত কমিটি।
প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শাহীন চাকলাদার গত ২৯ নভেম্বর যশোর থেকে শোডাউন করে গাড়ি বহর নিয়ে কেশবপুর প্রবেশ করেন এবং সেখানে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে জনসাধারণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এছাড়া প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। যা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।