নিজস্ব প্রতিবেদক
তিনদিনের বিরতিপর শনিবার আবার শুরু হয়েছে যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। শাম্স-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হয় শহরের খড়কি এলাকার দুই দল আসাদ ক্রিকেট একাডেমি ও আসাদ স্মৃতি সংঘ। তবে আষাঢ়ের অস্বস্তিকর গরম খুব বেশি সময় মাঠে থাকতে হয়নি দুই দলের খেলোয়াড়দের। লাঞ্চের আগে শেষ হওয়া যাওয়া ম্যাচে একপেশে লড়াইয়ে ১০ উইকেটের সহজ জয় ঘরে তুলেছে আসাদ ক্রিকেট একাডেমি।
সকালে টস জিতে ব্যাট করতে নেমে আসাদ স্মৃতি সংঘ ২৯ ওভার এক বলে সব ক’টি উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করে। তবে সেই রান পেরিয়ে যাতে ৫ ওভারও সময় নেয়নি আসাদ ক্রিকেট একাডেমির দুই ওপেনার শামীম শরীফ ও মাহাদি হাসান। শামীমের চারে যখন জয় নিশ্চিত হয় আসাদের, তখন আম্পায়ার প্রহ্লাদ সরকারের কাউন্টার মেশিনে চার ওভার চার বল হয়েছে বলে সংকেত দিচ্ছিল।
শামীম শরীফ ১৭ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৩৫ ও কাজী মাহাদী হাসান ১২ বলে তিনটি চার ও একটি ছয়ে ২৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আসাদ স্মৃতি সংঘ পাঁচ বোলার ব্যবহার করেও কোন উইকেট দখল করতে পারেননি।
আসাদ স্মৃতি সংঘের আরমান হোসেন আসিফ ৩৭ বলে দু’টি চার ও একটি ছয়ে দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন। ইমন আহমেদ ৪৯ বলে দু’টি চারে ১৪ রান করেন। অতিরিক্ত হতে আসে ১৪ রান। শুন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার। বাকিরা স্পর্শ করতে পারেননি দু’অঙ্কের কোঠা।
বল হাতে আসাদ ক্রিকেট একাডেমির প্রতিটি বোলারই করেছেন আটো সাটো বোলিং। তবে এর মধ্যে সবচেয়ে সফল ছিলেন সজীব শেখ। পাঁচ ওভার বল করে একটি মেডেন নেওয়ার পাশাপাশি ছয় রানে নিয়েছে পাঁচ উইকেট। সাকিব আল হাসান ছয় ওভার বল করে দু’টি মেডেন আদায়ের পাশাপাশি ছয় রানে দখল করেন দু’টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন হাসানুর রহমান ও রাজন।
এ জয়ের ফলে ‘এ’ গ্রুপে থাকা আসাদ ক্রিকেট একাডেমি চারটি ম্যাচ থেকে সংগ্রহ করেছে আট পয়েন্ট। তারা বর্তমানে এই গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে। যদিও সূর্যের সংঘের বিপক্ষে নিয়ম বর্হিভূতভাবে বহিরাগত কোটায় খেলোয়াড় খেলানোর অভিযোগে আসাদ ক্রিকেট একাডেমির পয়েন্ট কাটা হয়েছে বলে ক্লাব কর্মকর্তাদের মুখে শোনা যাচ্ছে। তবে এ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি পত্রিকা দপ্তর বা সংশ্লিষ্ট ক্লাবকে দেয়া হয়নি। যৌথভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তিন ম্যাচ খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব ও চার ম্যাচ খেলা ফাইভ স্টার ক্লাব। এ দু’টি দলের পয়েন্ট ছয় করে। আসাদ স্মৃতি সংঘ, আরএন রোড বয়েজ কোন পয়েন্ট এখন নিজেদের নামের পাশে যোগ করতে পারেনি। সূর্য সংঘ পেয়েছে একটি ম্যাচে।
এদিকে ম্যাচটিকে অনেকেই সমঝোতার ম্যাচ হিসেবে দাবি করেছেন। তবে এসব মানতে রাজি নয় দু’টি দলের কর্মকর্তারা। তাদের দাবি লিগে নেই কোন ধারাবাহিকতা। চলতি বছরের জানুয়ারি মাসে লিগের খেলা শুরু হয়েছে। অথচ বড় বড় দলগুলোর কাছে ক্রিকেট পরিষদ জিম্মি। তারা যেভাবে চাইছে সেভাবেই লিগ চলছে। এর ফলে ছোট ছোট দলগুলো নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে। এত লম্বা সময় খেলোয়াড়দের ধরে রাখা সম্ভব নয়। কোন রকম খেলোয়াড়দের খুঁজে বের করে ম্যাচ খেলতে হচ্ছে। এভাবে তো ভাল কিছু করা সম্ভব নয়।
আসাদ স্মৃতি সংঘের চাইতে আসাদ ক্রিকেট একাডেমি অনেক শক্তিশালী দল। যোগ্যতার ভিত্তিতেই এরকম জয় আমাদের প্রাপ্য। এখানে অন্য কোন কিছু ভাবা ঠিক নয় বলে দাবি করেছেন জয়ী দলের ক্রিকেটার শামীম শরীফ।
