নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রীকে হামলা করা হয়েছে। স্বামীকে কামড়িয়ে পুরুষাংঙ্গ ছিড়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওড়া গ্রামের স্থানীয় মাঠে। স্বামীর তৈয়ব আলী (৬৬)। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী জাবেদা খাতুন (৫৫) আহত হয়েছেন।
আহত তৈয়ব জানান, জমিজায়গাহ সংক্রান্ত জেরে একই এলাকার আলীম হোসেনের সাথে তার বিরোধ চলে আসছিলো। তারই জেরে দুপুরে স্থানীয় টাওড়া মাঠে তার সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আলীম ও নিমতলা গ্রামের রমিজ তাকে নিড়ানী দিয়ে চোখে আঘাত করে। এতে তিনি মাঠিতে পরে গেলে রমিজ তার পুরুষাংঙ্গ কামড় দিয়ে একাংশ ছিড়ে ফেলে। এ সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারপিট করে তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ-দারাঈন জানান, তার পুরুষাংঙ্গের একাংশ কাটা ও বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার অবস্থা আশংকা জনক।
