নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার আড়পাড়া ফকিরের মোড়ে একটি জমিতে পাকা ঘর নির্মাণ করতে বাধা দেয়ায় বোরহান উদ্দীন মাসুদ (৪৪) নামে এক ব্যক্তিকে মারপিট ও খুন জখমের অভিযোগে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন, ওই গ্রামের শাহাদৎ ফকির (৬০) ও তার দুই ছেলে এরশাদ (৩৩), হায়দার (৩০), ইমারত ফকিরের ছেলে রাসেল (২৭) এবং মৃত মোহাম্মদ ফকিরের ছেলে সাগর (৩৮)।
শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার বোরহান উদ্দন মাসুদ অভিযোগ করেছেন, ফকিরের মোড়ে তার ও তার দুই বোনের নামে মোট ১৪ শতক জমি আছে। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৪ মার্চ অভিযুক্তরা তাদের জমিতে পাকা ঘর নির্মাণ করতে যায়। তিনি বাধা দিলে তাকে মারপিট ও খুন জখমের হুমকি দেয়। এই ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
