নিজস্ব প্রতিবেদক
জমি নিয়ে বিরোধের জেরে যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে দুই ভাইবোনকে মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৭জনকে। আসামিরা হলো, ডাকাতিয়া দক্ষিণপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে আলম (৪৫), মৃত শহর মোল্লার ছেলে তুহিন (৩৫), মৃত মহর মোল্লার ছেলে ছবুর মোল্লা (৪৫), ভেকুটিয়া গ্রামের আব্দুল আওয়াল (৫৫) ও তার দুই ছেলে রাফি (৩০) ও রনি (৩৫) এবং ইউছুফ (৩৮) নামে এক ব্যক্তি।
ওই গ্রামের মৃত মোশারফের ছেলে মাসুদ রানা (২৬) এজাহারে উল্লেখ করেছেন, ডাকাতিয়া রোডের পাশে তার সাড়ে ৬শতক জমি রয়েছে। আসামিরা ওই জমি লিখে নেয়ার জন্য চাপ দিতে থাকে। তিনি জমি দিতে অস্বীকার করলে তাকে খুন জখমের হুমকি দেয়। গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ওই জমিতে বিল্ডিং নির্মাণের জন্য ভিত তৈরি করতে থাকেন। সে সময় আসামিরা সেখানে গিয়ে ঘিরে ধরে। এরপর আসামি আলম একটি পিস্তল তার বুকের সামনে উচিয়ে ধরে। পরে পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করে জখম করে। তার পকেট থেকে নির্মাণ সামগ্রি কেনার জন্য রাখা ১ লাখ টাকা কেড়ে নেয়। তারে কিল ঘুষি মেরে জখম করে। লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় তার বোন নাছিমা (৩৮) ঠেকাতে গেলে তাকে মারপিট করে এবং শ্লীলতাহানী ঘটনায়। পরে ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।