নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে মুকুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। ১৬ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার ফতেপুর-বাগডাঙ্গা গ্রামের এই ঘটনার পর আহত মুকুলের স্ত্রী বিজলী ভৌমিক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩জনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।
আসামিরা হলো, একই গ্রামের লক্ষণ বিশ্বাস (৭০), তার ছেলে পবিত্র বিশ্বাস (৪০) এবং পবিত্রের ছেলে প্রধান বিশ্বাস (২০) ।
বিজলী মামলায় উল্লেখ করেছেন, আসামিদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা বিভিন্ন সময় তার স্বামীকে ক্ষতির চেষ্টা করতো। গত শনিবার সন্ধ্যার দিকে জমিতে পানি দিতে যায় তার স্বামী মুকুল। সে সময় আসামিরা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে মুকুলের ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর উল্লেখিত তিনজনের বিরুদ্ধে মামলা করলেও কোন আসামি আটক হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা চাঁনপাড়া পুলিশ কাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।