নিজস্ব প্রতিবেদক
জমি নিয়ে বিরোধের জের ধরে যশোর সদরের বানিয়ারগাতি গ্রামে মারপিট ও কুপিয়ে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের ওয়াইচ কুরুনির স্ত্রী রাবেয়া খাতুন (২৮) মামলা করেন। মামলায় একই পরিবারের ৬ জনকে আসামি করা হয়। আসামিরা হলো বানিয়াগাতি মধ্যপাড়া গ্রামের মৃত তবিবুর রহমান মোল্লার ছেলে বুলবুল আহমেদ (৩৫), বানিয়াগাতি গ্রামের মৃত ওয়াহেদ আলী মোল্লার ছেলে শামছুদ্দিন মোল্লা (৬০), একই গ্রামের শামছুদ্দিন মোল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), স্ত্রী রেবেকা খাতুন (৫৫), মৃত মসলেম উদ্দিনের ছেলে আলী আকবর (৬৫) ও আলী আকবরের ছেলে মোস্তফা কামাল (৩৫)।
মামলায় রাবেয়া খাতুন বলেন, স্থানীয়ভাবে আসামিদের জনশ্রুতি ভালো না। সম্পদ লোভী। জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা দীর্ঘদিন ধরে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলছে। যার নাম্বার ২৩৭/২০২৩। সম্পত্তি নিয়ে আসামিরা বিরোধ সৃষ্টি করে দেশি অস্ত্র ধারালো দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে ৫ জুন ভোর রাতে জমি দখলের চেষ্টা করে। আমরা বাধা দেয়ায় আসামিরা হামলা চালায়। আসামিরা ধারালো দা দিয়ে আমার শাশুড়ি হাজেরা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথার বাম পাশে ও পিছনে কোপ মেরে গুরুতর জখম করে। আমার স্বামী ঠেকানোর চেষ্টা করলে আসামি শামছুদ্দিন মোল্লার হুকুমে আসামি দেলোয়ার হোসেন মাথার মাঝখানে ও পিছনে কোপ মেরে জখম করে। আসামি রেবেকা খাতুন, আলী আকবর ও মোস্তফা কামাল লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। আসামি দেলোয়ার আমাকে মারপিট করে শ্লীলতাহানি ঘটায়।