নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে মারপিটের অভিযোগে আদালতে করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে থানা পুলিশ।
এই মামলার তিন আসামি হলো, একই গ্রামের এজাহার মোড়ল (৪৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৪০) এবং ছেলে জীবন (২৫)।
মামলার বাদী একই গ্রামের মধু বক্স মোড়লের স্ত্রী ফিরোজা বেগম এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা তার প্রতিবেশি এবং আত্মীয়। জমি নিয়ে তাদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। তাদের সাথে ইতোপূর্বে বহুবার নানা ঝামেলার সৃষ্টি হয়েছে। তাদের সাথে তিক্ততা সম্পর্ক তৈরি হয়। গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ির মধ্যে ঢুকে ঝগড়া শুরু করে। নিষেধ করলে তার ওপর ক্ষিপ্ত হয়। পরে তার ঘরের মধ্যে ঢুকে বেধড়ক মারপিট করে শ্লীলতাহানি ঘটনায়। এ সময় তার মেয়ে লিপি বেগম ঠেকাতে এগিয়ে আসলে লোহার রড, পাইপ ও ধারালো দা দিয়ে তাকেও মারপিটে জখম করে। দায়ের কোপে তিনি রক্তাক্ত জখম হন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে যান।
কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তিনি শালিসের জন্য অপেক্ষা করতে থাকেন। শালিসে কোন সমাধান না হওয়ায় তিনি ৪ ডিসেম্বর আদালতে একটি পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রঞ্জন কুমার মালো জানিয়েছেন, আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।