নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক পক্ষের আল আমিন (২৭) ও অন্য পক্ষের নিয়াজ শেখ (২০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সদরের বসুন্দিয়া জগন্নাথপুর গ্রামে। তারা ওই গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আল আমিন জানান, তার বাড়ির পাশে একটা জমি নিয়ে দীর্ঘদিন নিয়াজ শেখের পরিবারের সাথে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে মামলা করা হয়েছে। আদালত জমিটিতে দুই পক্ষকে হস্তক্ষেপে নিষেধাজ্ঞা জারি করে। তা সত্ত্বেও তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে থাকা বাঁশ বিক্রি করছিলো। বিষয়টি জানতে গেলে তাকে পিটিয়ে আহত করে। অপরদিকে আহত নিয়াজ বলেন, আল আমিন কোন কথা না বলেই আচমকা তাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। এতে তিনি আত্মরক্ষার্থে তাকে আঘাত করে। স্থানীয়রা তাদের দুইজনকেই উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশংকামুক্ত রয়েছেন।