নিজস্ব প্রতিবেদক
শনিবার সকালে অনুষ্ঠিত হলো জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব মায়েদের ফল খাওয়া উৎসব। ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এ উৎসব হয়।
৬০ ঊর্ধ্ব মায়েদের নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে জয়তী সোসাইটি ২০০৮ সালের ৮ মার্চ প্রতিষ্ঠা করে জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি নামে একটি কার্যক্রম। মায়েদেরকে একটু প্রশান্তি দেওয়ার লক্ষ্যে জয়তী সোসাইটি মায়েদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ৬০ উর্ধ্ব মায়েদের ফল উৎসব এর মধ্যে অন্যতম। প্রতি বছর এই মায়েদেরকে নিয়ে মধু মাসে ফল খাওয়া উৎসব আয়োজন করা হয়। যেখানে মায়েরা অত্যন্ত তৃপ্তি সহকারে বিভিন্ন রসালো ফল খেয়ে থাকেন। আজ মায়েদেরকে খাওয়ানো হয়েছে আম, কাঁঠাল, কলা, চিড়া, দই, মুড়ি ও মিষ্টি। এছাড়া প্রত্যেক মাকে মাথাপিছু ২ কেজি করে আম প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।
উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ম্যানেজার (রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) সুদীপ্ত প্লাবন, জয়তী সোসাইটির নির্বাহী সদস্য মমতাজ বেগম, সিরিয়া সুলতানা রিনা, জাহানারা বেগম, মনিরা বেগম, মিনারা পারভীন, রেহেনা পারভীন, হাসিনা বেগম রিতা, রিনা খাতুন।
অন্ষ্ঠুানের শুরুতে উপস্থিত সকলের উদ্দেশ্যে জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির কার্যক্রম নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
উল্লেখ্য, ৪০০ জন মায়ের মধ্যে ১০০ জন মাকে নিয়ে প্রথম পর্বে ফল খাওয়া উৎসবের আয়োজন করা হয়। বাকী ৩০০ জন মাকে জয়তী সোসাইটির সংগঠন পর্যায়ে এলাকা ভিত্তিক ফল উৎসবের আয়োজন করে পর্যায়ক্রমে খাওয়ানো হচ্ছে।