নিজস্ব প্রতিবেদক
গ্রুপ পর্বের চার ম্যাচ শেষে ৫ পয়েন্ট। তাই সুপার ফোরে যেতে শেষ ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না ম্যাগপাই ক্লাবের সামনে। শুধু জিতলেই হতো না, রাননেটের হিসেব-নিকেশে সামনে পড়তে হতে পারে। বৃহস্পতিবার সেই দুই কাজই দারুন ভাবে করেছে ম্যাগপাই ক্লাব।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রদিপ্তপথ ক্রিকেট একাডেমিকে ৬৮ রানে গুটিয়ে দিয়ে বোলাররা জয়ের পথ সুগম করে রেখেছিল। চার উইকেট হারালেও ১২ ওভার পাঁচ বলে জয় তুলে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি মাসুম বিল্লাহ-সিফাতউল্লাহদের। ৬ উইকেটের জয়ে ৭পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো ম্যাগপাই ক্লাব। এদিন হারলেও প্রদিপ্তপথে সামনে সুপার ফোরে যাওয়ার সম্ভবনা রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রদিপ্তপথ ও আরএন রোড ক্রীড়া চক্র যদি জয় পায় তাহলে ম্যাগপাই ক্লাবের সাথে তিন দলের সমান ৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে সুপার ফোরে।
এদিন টস জিতে ম্যাগপাই ক্লাবের অধিনায়ক মাসুম বিল্লাহ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ৩২ রানের দারুন শুরু পায় ঝিকরগাছার দলটি। মিরাজ মামুনের বলে ওপেনার সাহাবুদ্দিন আউট হলে ভাঙ্গে ৪ ওভার ১ বল স্থায়ী জুটি। ফেরার আগে ১৬ বলে ৩টি চার ও এক ছয়ে সর্বোচ্চ ২৪ রান করেন সাহাবুদ্দিন। সাহাবুদ্দিনের আউট পর প্রদিপ্তপথের ইনিংসে মোড়ক লাগে। ৩৬ রানে বাকি ৯ উইকেট হারিয়ে ২০ ওভার ৩ বলে ৬৮ রানে গুটিয়ে যায় তারা। প্রদিপ্তপথকে দ্রুত গুটিয়ে দিতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাঁহাতি স্পিনার সিফাতউল্লাহ ও মাসুম বিল্লাহ। সিফাতউল্লাহ ৭ ওভার তিন বলে ২১ রানে ৭টি ও দলীয় অধিনায়ক মাসুম বিল্লাহ ৫ ওভারে ২টি মেডেনসহ ৭ রানে ২টি উইকেট দখল করেন। প্রদিপ্তপথের সাহাবুদ্দিনের পাশে বারিকুল ও বাশার ১১ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
ব্যাট হাতে ম্যাগপাই ক্লাবের সুজন ২৬ বলে ২টি চারে ২১, মোহাসিন আহমেদ ১৫, মিরাজ মামুন ১৬ ও ইকরামুল ১০ রান করেন। বল হাতে প্রদিপ্তপথের সজীব ১৫ রানে তিনটি ও রনি ৮ রানে একটি উইকেট দখল করেন।