নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠতে আসাদের সামনে ছিল দুটি সমীকরণ। প্রথমতো সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচে জয়। সেই সাথে লিগের শেষ ম্যাচে বিপণনের বড় ব্যবধান হার। মঙ্গলবার ইয়াং প্যাগাসাসকে চার উইকেটে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাকই করে রাখলো শহরের খড়কী এলাকার ক্লাবটি।
লিগের রানার্সআপ হতে তাদের নির্ভর করতে হচ্ছে শেষ ম্যাচের দিকে। আজ বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ইয়াং ড্রাগনের কাছে বিপণনন বড় ব্যবধানে হারলে কপাল খুলতে পারে আসাদের। যদি বিপণন জয় পায় তাহলে এক ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার ডিভিশন নিশ্চিত করা ইয়াং ড্রাগনের সাথে প্রিমিয়ারে পা রাখবে বিপণন।
মঙ্গলবার শামস্-উল হুদা স্টেডিয়ামে টস জিতে ব্যাট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়াং প্যাগাসাস। ইনিংসের ৫ বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে ২৭৪ রান করে ইয়াং প্যাগাসাস। জবাবে ৪৯ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে ২৭৫ রান করে আসাদ স্মৃতি সংঘ।
ইয়াং প্যাগাসাসের মোমিন হোসাইন ৭২বলে সাতটি চার ও চারটি ছয়ে ৭১, জাহিদ হাসান ৪৮ বলে পাঁচটি চার ও তিনটি ছয়ে ৫৩, ওহিদুল ইসলাম ৫৮ বলে তিনটি চারে ৪৫, ফয়সাল ৪৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ ও নাজমুস সাকিব ২১ বলে একটি চারে ১০ রান করেন।
বল হাতে আসাদের রনি ১৫ রানে তিনটি, জামাল ৫৭, জুনিয়র সাকিব ৩৪ ও আলিফ ৩১ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন অপু।
আসাদের ব্যাটিং ইনিংসে রাইসুল ১৫ বলে ১৩, মামুন ৫৭ বলে আটটি চারে ৪৭, ইয়াছিন ১১৫ বলে ১২টি চারে ১১৭, আরমান হোসেন আসিফ ৩৮ বলে একটি চারে ২০, জামাল ৩০ বলে একটি চার ও ছয়ে ২৪ ও সাকিব আল হাসান ১৬ বলে একটি ছয়ে অপরাজিত ১৪ রান করেন।
বল হাতে ইয়াং প্যাগাসাস আবু বক্কর ২৫ ও স¤্রাট ৩১ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। ওহিদুল ইসলাম ও মমিন ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।