দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দর সমৃদ্ধ জীবন গড়তে এবং জলবায়ু পরিবর্তনে নারীর মানসিক উন্নয়নে নারীকর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার বিকেলে দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ কাশেম।
এসময় বক্তারা বলেন, জনকল্যাণ ও পরিবেশবান্ধব কাজে দেবহাটার বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম নিঃস্বার্থভাবে উৎসাহ-অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন। বিধায় দেবহাটার অবহেলিত নারীরা আজ জনকল্যাণমূলক কাজে এগিয়ে যেয়ে জেলা তথা দেশের মানুষের নজরে এসেছে। এই নারী সংস্থার পরিবেশ বান্ধব মনোমুগ্ধকর কাজগুলো আগামীতেও চলমান থাকবে বলে তারা জানান।
কর্মশালায় অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোসলেহউদ্দীন (মুকুল), বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থা দেবহাটা উপজেলার প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আসমা পারভীন, কোষাধ্যক্ষ খাদিজা হাফিজ রুপা, সদস্য রেহানা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার লাকী।