সাতক্ষীরা জেলা প্রতিনিধি : মিশরে অনুষ্ঠিত হচ্ছে কপ-২৭ জলবায়ু সম্মেলন ২০২২। এই সম্মেলন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে আমেরিকা ও ইউরোপের ধনী দেশগুলো যারা কার্বন নিঃসরণ করে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোর জন্য ক্ষতি করছে। এই ক্ষতিপূরণ আদায়ে আমাদের দাবি- ‘আমাদের বর্তমান ও ভবিষ্যত ক্ষতিপূরণ দিতে হবে’ শীর্ষক মানববন্ধন ও সমাবেশ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
স্বদেশ, ক্লিন খুলনা, হেড, আশ্রয়, সুন্দরবন ফাউন্ডেশন, সিডো, সাতক্ষীর জেলা নাগরিক কমিটি, বরসা, অর্জন ফাউন্ডেশন, সুশীলন, মৌমাছি, উত্তরণ, একশনএইড বাংলাদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভা, কোস্টাল পিপলস ফোরাম-সিপিএফের আয়োজনে এবং জেলা জলবায়ু পরিষদের সভাপতি শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা জাসদের সভাপতি ওবায়দুল সুলতান বাবলু, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, উন্নয়নকর্মী সরদার গিয়াস উদ্দিন, লুইস রানা গাইন, শ্যামল কুমার বিশ্বাস, আফজাল হোসেন, মহিলা পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জোস্না দত্ত, ভূমিহীন নেতা আবদুস সামাদ প্রমুখ।
আরও পড়ুন: