খাজুরা প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় জহুরপুর ইউনিয়নের সাবেক মেম্বার আনসার শেখ (৭০) নিখোঁজ হয়েছেন। তার বাড়ি ওই ইউনিয়নের খালিয়া গ্রামে। এ ঘটনায় আনসার শেখের স্ত্রী আয়েশা বেগম বাঘারপাড়া থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, তিন মাস আগে বাজারে যাওয়ার কথা বলে আর বাড়িতে ফেরেননি আনসার শেখ। তিনি সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে না ফিরে আসায় আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি। তার পরনে ছিলো সাদা রঙের পাঞ্জাবি ও লুঙ্গি। গায়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ছয় ইঞ্চি ।
আরও পড়ুন:দুই ইজিবাইক ও এক প্রাইভেটকারসহ চক্রের ৪ জন গ্রেপ্তার