নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য আয়োজনে জাগরণী চক্র ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বছরের প্রথম দিন সোমবার ছিল জাগরণী চক্রের জন্মদিন। এ উপলক্ষে প্রধান কার্যালয় চত্বর পরিণত হয়েছিল মিলন মেলায়। বিভিন্ন সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা ও শহরের সুধীজনদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় চত্বর।
জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উদ্বোধনের পর একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এসময় তিনি বলেন, নতুন বছরে নতুন ভাবে জাগরণী চক্র ফাউন্ডেশন তার কার্যক্রম পরিচালনা করবে। মানুষের কল্যাণে জাগরণী চক্র আগে যেভাবে কাজ করেছে সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের সাধারণ পরিষদের সদস্য ও কর্মীবৃন্দ এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু স্বাগত বক্তব্য প্রদান করেন। দ্বিতীয় পর্বে সংস্থার কমিউনিটি স্কুল প্রোগ্রামের শিশুরা পরিবেশন করে নৃত্যানুষ্ঠান। সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য খন্দকার কামরুল ইসলাম ও সংস্থার উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার। প্রতিষ্ঠানের পরিচালক-কর্মসূচি কাজী মাজেদ নওয়াজ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।