নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘কোন জাগরণের সাংস্কৃতিক উৎসব’। রোববার বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত এই উৎসবে অংশ নেই জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক শিল্পী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত অনুষ্ঠান শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান।
এ সময় আরো বক্তব্য রাখেন একাডেমী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল সরকার ও কার্যকরীর কমিটির সদস্য অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস। একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী সিম্বা কার্যকরী সদস্য আতিকুজ্জামান রনি মঞ্চে উপস্থিত ছিলেন।
জীবনমুখী গান, আবৃত্তি এবং নৃত্য দিয়ে সাজানো ছিল গোটা অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা পাট এবং আবৃত্তিতে অংশ নেয় কবি নান্নু মাহবুব, শাহিদ নওয়াজ, শ্রাবণী সুর, মাহমুদা রিনি ও প্রীতম গোর্কি। অনুষ্ঠানের সংগীত এবং নিত্যে অংশগ্রহণ করে শিল্পাঙ্গন , সুর নিকেতন, শেকড়, মা নৃত্যালয়, উদীচী, স্বরলিপি, সুরধ্বনি, পুনশ্চ, সুরবিতান, নৃত্য বিতান, স্পন্দন, মাইকেল সঙ্গীত একাডেমী, শিল্পকলা একাডেমী ও বিবর্তন যশোরের শিল্পীরা।