নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনী এলাকায় জাগ্রত যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার অফিসে হামলা এবং নারী পরিচালক ও তার স্বামীকে মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন, একই এলাকার আনোয়ার হোসেন (৬২) ও তার মেয়ে সুমি খাতুন (৩২)।
নারী পরিচালক সৈয়দা ফারজানা ইয়াসমিন (২৮) অভিযোগে বলেরছেন, তিনি সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিয়ে ওই সংস্থাটি পরিচালনা করছেন। তিনি বেজপাড়া বিহারী কলোনী এলাকায় ৪ রুমের একটি বাসা ভাড়া নিয়ে নারী ও শিশুদের বিনামূল্যে লেখাপাড়া করানোসহ নানা সামাজিক কাজ করে থাকেন। কিন্তু এই কাজে বাধা দেন আনোয়ার ও সুমি। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা দিকে অফিসে গিয়ে তারা বিভিন্ন ধরণের গালিগালাজ করেন। সেখান থেকে ওই সংস্থা উঠিয়ে নিয়ে অন্য জায়গায় যেতে বলে। তিনি কারণ জানতে চাইলে তাকে মারপিট করা হয়। তার স্বামী সৈয়দ করিমুজ্জামান এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। অফিসের সামনে বাগিচার বাঁশ ও বেড়া ভেঙ্গে ক্ষতিসাধান করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা উচ্ছেদের হুমকি দিয়ে চলে যান।