মণিরামপুর (যশোর) প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, এদেশকে নেতৃত্ব ও মেধাশূন্য করতে ইতিহাসের এ বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানী বাহিনী। এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী বাঙ্গালিজাতিকে দাবিয়ে রাখতে পাকিস্তান সামরিক জান্তা গণহত্যা চালিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা খেদাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে সুর্বণজয়ন্তীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কারণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে ওই ষড়যন্ত্র রুখতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি নাগরিক আজ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। বাস্তা-ঘাট ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠমোর দৃশ্যমান উন্নয়নে মানুষ আজ খুশি। এছাড়া একচল্লিশ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়নের মাধ্যমে এ দেশের জনগনের সকল উন্নয়নের আশা-আকাক্সক্ষা পূরণ করতে চলেছেন। আর এ উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশের একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল মোমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ জুয়েল, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সানজিদা জেরিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।