নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে যশোরে মঞ্চস্থ হয়েছে মিউজিক্যাল কোরিওগ্রাফি ড্রামা ‘আনন্তর্য তর্জনী’। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি মঞ্চস্থ হয়। সাংস্কৃতিক সংগঠন শেকড় যশোরের প্রযোজনায় ৩৭ মিনিটের কোরিওগ্রাফি ড্রামাতে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও দেশ স্বাধীনের নানা দৃশ্যপট তুলে ধরা হয়। লাল নীল আলো ও সংগঠনটির শিল্পীদের চোখ ধাঁধানো পরিবেশনায় মুগ্ধ হন মিলনায়নের উপস্থিত দর্শকেরা।
৩৭ মিনিটের নান্দনিক এই অনুষ্ঠানে ছিলনা কোন সংলাপ। নেপথ্যে ধারাবর্ণনা আর কোরিওগ্রােিত তুলে ধরা হয়েছে ৪৭ এর দেশ বিভাগ থেকে ধাপে ধাপে ইতিহাসের সকল অংশ। ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, গণআন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়কার পটভূমি তুলে ধরা হয়। শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শেকড় যশোরের সভাপতি ড. আঞ্জেলা গোমেজ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দুদুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আ্যাড. মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশীদ, সাংবাদিক মনিরুল ইসলাম।