নিজস্ব প্রতিবেদক
‘দলের বোলিং সাইড অনেক শক্তিশালী। তবে ব্যাটিং সাইড অনেক দূর্বল। বলা যায় দলে কোন ব্যাটসম্যানই নেই। বেশির ভাগই ব্যাটিং অলরাউন্ডার। তারপরে আবার এদের অধিকাংশই ব্যাটে রান খরায় রয়েছে’। ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের যশোর জেলা দল নিয়ে প্রতিক্রিয়ায় এই প্রতিবেদকের কাছে এমনই মন্তব্য করেন জেলা দলের সাবেক বাঁহাতি স্পিনার তানভীর হাসান অমি। সেই সাথে তিনি বলেন, যশোর হারলে ব্যাটিং ব্যর্থতার জন্যই হারবে।
৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অমির মন্তব্য সঠিক হয়েছে। শনিবার জামালপুর জেলা স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে হেরেছে যশোর। সিরাজগঞ্জ জয় পেয়েছে ৩৬ রানে।
সিরাজগঞ্জের করা ১৬২ রানের জবাবে যশোর করতে পারে ১২৬ রান। যশোরের পক্ষে চার নম্বরে ব্যাট করতে নামা আশিকুল ইসলাম নিলয় সর্বোচ্চ ৩২ রান করেছেন। এর আগে দুই ওপেনার মিকাইল ও আবির দুজনের দারুন শুরু পেয়েছিলেন। মিকাইল ৩০ বলে এক চার ও ছয়ে ১৯ ও আবির হোসেন ৪১ বলে ২ চারে ১৬ রান করেন। এই দুজনের মতো দলের অধিকাংশ ব্যাটার ২০ এর উপরের বল খেলে সেট হয়ে আত্মহুতি দিয়েছেন বলে মোবাইলে জানান কোচ আসাদুল্লাহ খান বিপ্লব।
সিরাজগঞ্জের পারভেজ শেখ ২৬ রানে ৩টি, সাকিব হাসান, মাহফুজুল ইসলাম, মিল্টন শেখ ২টি করে উইকেট দখল করেন।
এর আগে টস জিতে যশোরের অধিনায়ক মাহফুজুর রহমান টিটো সিরাজগঞ্জকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানের দারুণ শুরু পায় সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের ওপেনিং জুটি ক্রিজে টিকে যাওয়ার পরও দলের অভিজ্ঞ বোলার অমিত কুমার নয়নকে আনা হয় ষষ্ঠ বোলার হিসেবে। নয়ন এসে ওপেনিং জুটির ভাঙ্গার সাথে আরও তিন উইকেট নিয়েছেন। তাতে ৪৬ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৬২ রান স্কোর বোর্ডে জমা করতে পারে। ব্যাট হাতে সিরাজগঞ্জের ওপেনার কুতুব উদ্দিন ৪২, সাজিদ ৩৫ ও তুষার বাবু ১৬ রান করেন। যশোরের অমিত কুমার নয়ন ৩২ রানে ৪টি, মাসুম বিল্লাহ ২টি, মাহফুজুর রহমান ও নাহিদ হাসান একটি উইকেট দখল করেন।