নিজস্ব প্রতিবেদক
৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য ১৪ সদস্যের জেলা দল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত দলে জাওয়াদ মো. রয়েন, শাহারিয়ার সাকিব, অরিদুল ইসলাম আকাশসহ রয়েছেন দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে খেলা জেলার অধিকাংশ খেলোয়াড়রা। গত কয়েক বছর এসকল ক্রিকেটারকে একসাথে দলে পাওয়া যায়নি। তবে এবছর শুধুমাত্র প্রথম ম্যাচের জন্য পাওয়া যাবে। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের জন্য ছেড়ে দিতে হবে খেলোয়াড়দের। তাই এক ম্যাচের জন্য সেরা দল হয়েছে বলে মন্তব্য করেছে ক্রিকেট সংশ্লিষ্টরা। দলের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে ৭জন খেলোয়াড়।
তবে দলে যেই থাকুক তাই নিয়ে টায়ার-২ থেকে টায়ার-১ যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন কোচ ও অধিনায়ক। দলের অধিনায়ক করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার আমিনুর রহমানকে। আমিনুরের সাথে পেস বিভাগে রয়েছেন হাসানুর ও ইয়াসিন। হাসানুর ও ইয়াসিন দুজনই শেষের দিকে ব্যাট হাতে ক্যামিও ইনিংসে খেলে অভ্যস্ত।
শক্তিশালী পেস বোলিং বিভাগ হলেও দলে রয়েছে মাত্র দুইজন স্বীকৃত ওপেনার। সাদমান রহমান ও মিকাইল ছাড়া দলে আর কেউ স্বীকৃত ওপেনার নেই। তবে দলে থাকা জাওয়াদ মো. রোয়েন ও শামীম শরীফকে বিভিন্ন সময় ওপেন করতে দেখা গেছে। এছাড়া দলে শাহারিয়ার সাকিব থাকাই টপ অর্ডার অনেক শক্তিশালী হয়েছে।
উইকেটকিপার হিসেবে দলে আছেন মিকাইল ও অভিক ঘোষ বিল্টু। দলে রয়েছে দুই বাঁহাতি স্পিনার টিপু সুলতান ও অরিদুল ইসলাম আকাশ। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার আব্দুল্লাহ আল মামুন রাজু, আশিকুল ইসলাম নিলয়, রেজনুজ্জামানকে দলে রাখা হয়েছে।
দল নিয়ে অধিনায়ক আমিনুর রহমান বলেন, জেলার সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করা হয়েছে। আমি ছাড়াই দলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে। আমরা চাই এবছরই টায়ার-২ থেকে টায়ার-১ উঠে যেতে।
এদিকে দল ঘোষণা করা হলেও জেলা ক্রীড়া সংস্থা থেকে কোন ফিকশ্চার প্রদান করা হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে এবার যশোর খেলবে মাদারিপুর ভেন্যুতে। ৩ মার্চ যশোরের প্রথম ম্যাচ নওগাঁর সাথে। ৬মার্চ যশোরের প্রতিপক্ষ নেত্রকোনা ও ৯ মার্চ শেষ ম্যাচে যশোরের প্রতিপক্ষ বরিশাল জেলা।
দলে ডাক পাওয়া খেলোয়াড় হলেন, জাওয়াদ মোহাম্মদ রোয়েন, আমিনুর রহমান (অধিনায়ক), শাহারিয়ার সাকিব, আব্দুল্লাহ আল মামুন রাজু, শামীম শরীফ, টিপু সুলতান, সাদমান রহমান, অরিদুল ইসলাম আকাশ, আশিকুল ইসলাম নিলয়, অভিক ঘোষ বিল্টু, রেজওয়ান, হাসানুর, ইয়াসিন, মিকাইল।
স্ট্যান্ডবাই খেলোয়াড় হলেন : ইমন ফারাজি, মাহফুজুর রহমান, শেখ মাহমুদুল আকাশ, রাহুল হোসেন, মেহরব নিলয়, মাহাদি হাসান ও সিফাত।