নিজস্ব প্রতিবেদক
জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপের সর্বশেষ আসরে পুরুষ ও নারী উভয় বিভাগের রানার্সআপ যশোর। বুধবার মাঠে গড়ানো প্রতিযোগিতার ৭তম আসরে সেই সাফল্য ধরে রাখতে চায় প্রথমবারের মতো স্বাগতিক হওয়া যশোর। তবে তিনদিন ধরে চলা এ প্রতিযোগিতায় গ্রুপ পর্ব উত্তরানোই প্রধান চ্যালেঞ্জ যশোরের সামনে। কেননা পুরুষদের বিভাগে যশোরের প্রধান প্রতিপক্ষ দিনাজপুর জেলা। আর নারী গ্রুপে রয়েছে শক্তিশালী সাতক্ষীরা জেলা। দিনাজপুর ও সাতক্ষীরা জেলা দলে জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছেন। বলা যায় যশোরের থেকে শক্তিমত্তায় এগিয়ে দল দুটি। তবে শক্তিতে এগিয়ে থাকলেও ভাল খেলে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় যশোরের টিম ম্যানেজম্যান্ট।
এবারের আসর নিয়ে পুরুষ দলের কোচ সেলিম রেজা জানান, ভাল খেলে ফাইনালে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের দলে রয়েছেন জাতীয় দলের তিনজন খেলোয়াড়। এরা হলেন সোহেল রানা, গোলাম রসুল ও মিরাজ হোসেন। এর পাশাপাশি দলে রয়েছে প্রতিভাবান খেলোয়াড়রা। সে কারণে ফাইনালের প্রত্যাশা করা অযৌক্তিক কোন বিষয় নয়। দলটির ম্যানেজার নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিঠু।
মহিলা দলের কোচ নিবাস হালদার জানান, গত আসরে আমাদের জেলার মেয়েরা রানার্স আপ হয়েছে। এবারের আসরে আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। দলে জাতীয় দলের তিনজন খেলোয়াড় থাকলেও এবারের প্রতিযোগিতায় বেশ কয়েকটি শক্তিশালী দল রয়েছে। সে কারণেই আমাদের মূল লক্ষ্যটা নির্ধারণ করেছি সেমিফাইনালে ওঠা। প্রায় মাস খানেক খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করেছে। তাতে বাড়তি কিছুটা সাফল্য আশা করছি।
এদিকে চ্যাম্পিয়নশীপ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ভেন্যু শামস্-উল-হুদা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আাজ বুধবার সকাল নয়টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বাংলাদেশ খো খো ফেডারেশন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সার্ভিসেস টিম আনসার ও ভিডিপিসহ ২২ টি দল অংশ গ্রহণ করবে। এর মধ্যে পুরুষ বিভাগে ১৩ ও নারী বিভাগে খেলবে ৯টি দল।
নারী বিভাগের দলগুলো হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, গাজীপুর, ঢাকা, নীলফামারী, ঠাকুরগাঁও ও স্বাগতিক যশোর জেলা। পুরুষ বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি, টাঙ্গাইল, বরিশাল, চট্টগ্রাম, বান্দরবন, বাগেরহাট, ঢাকা, নাটোর, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর গাজীপুর ও স্বাগতিক যশোর জেলা। ইতোমধ্যে মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন করেছে যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদ। শামস্ উল হুদা স্টেডিয়ামে ২টি মাঠ করা হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে ইতোমধ্য দলগুলো যশোরে চলে এসেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল মুক্তাদির বেলাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির প্রমুখ।