নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহরের অ-রেজ্রিস্ট্রিকৃত বাড়ি স্বল্প মূল্যে নিবন্ধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর প্রেসক্লাবের সামনে উপশহর এলাকার জাতীয় গৃহায়ণের অ-রেজিস্ট্রিকৃত বাড়ির বাসিন্দাদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, যশোর উপশহর এলাকার বাসিন্দা এস এম আব্দুর রবসহ ভুক্তভোগী এলাকাবাসী।
এ সময় তারা বলেন, ১৯৬৩ সালে বরাদ্দ শুরু পর থেকে আমরা এখানে বসবাস করছি। কিন্তু সরকারি কোন ঘোষণা ছাড়াই নতুন রেট দিয়ে রেজিস্ট্রি করার নোটিশ দিচ্ছে স্থানীয় হাউজিং কর্মকর্তা। এ কারণে আমরা গৃহহীন হওয়ার আতঙ্কে আছি। তাই আমরা অবিলম্বে অ-রেজিস্ট্রিকৃত বাড়ি স্বল্প মূল্যে নিবন্ধনের দাবি জানাচ্ছি। উল্লেখ্য, ১৯৬৩ সালে বরাদ্দ শুরুর পর ১৫শ বাড়ির মধ্যে ৩০০ বাড়ি অ-রেজিস্ট্রিকৃত রয়েছে।