ঢাকা অফিস
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) না আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের অনুষ্ঠিতব্য সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
১৭তম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। আজকের কমিশনের সভায় ইভিএম ব্যবহার সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
এর মধ্যে পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে সম্পাদিত চুক্তি অনুমোদন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না নিষেধাজ্ঞা
৩ Comments
Pingback: যবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার
Pingback: কালুকে গ্রেপ্তারের পর যা বললেন অস্ট্রেলিয়ান ইউটিউবার
Pingback: বিজিবি’র অভিযানে ১১২ কোটি ৮৯ লাখ টাকার চোরাচালানের পণ্য উদ্ধার