নিজস্ব প্রতিবেদক
জাতীয় পর্যায়ে উচ্চ মাধ্যমিকে (গ বিভাগ) জারি গানে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ক্যান্টনমেন্ট কলেজ। ৬ জুন (বুধবার) জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিজা খন্দকার ও তার দল শ্রেষ্ঠ হন। প্রতিযোগিতায় যশোরসহ দেশের বিভিন্ন কলেজ অংশ নেয়। এদিকে, একাডেমিক ফলাফলের পাশাপাশি জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করায় বিজয়ী প্রতিযোগী ও সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত নূর আল চৌধুরী।
প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি গত পাঁচ জুন খুলনা বিভাগীয় পর্যায়ে ৭টি বিষয়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে ক্যান্টনমেন্ট কলেজ। গত ২৭ মে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি ২৩ বিষয়ে এবং জেলা পর্যায়ে ২০টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে সাফল্য অর্জন করায় বিজয়ী প্রতিযোগী ও সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত নূর আল চৌধুরী। আগামীতেও তিনি কলেজ পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং সকল শুভানুধ্যায়ীদের পাশে থাকার জন্য অনুরোধ করেছেন।