প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় যুব জোট যশোর জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় সভা হয়েছে। শহরের নেতাজী সাভাষ চন্দ্র বসু রোডস্থ জাসদ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।
জেলা কমিটির সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহাবুব হাসান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার মুকুল, সহসভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মিলন, সদস্য শাহিনুর ইসলাম মানিক, মোস্তাইন বিল্লাহ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাসদের যুগ্ম সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ বাপী, পৌর জাসদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবর।
সভায় বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি অংশের যুবকরা আজ বেকার। এদেরকে বাইরে রেখে দেশের উন্নয়ন সাধিত হবে না। অবিলম্বে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তানা হলে বেকার ভাতা দিতে হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থা চালু করতে হবে।