নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে যশোরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর কালেক্টরেট স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।
এতে দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, কেরাত, হামদ-নাত, জারি গান, আবৃত্তি, রচনা, লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্যসহ সর্বমোট ১৬টি বিষয়ে চার গ্রুপের প্রায় ৫শ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা যশোর জেলা পর্যায়ে অংশ নিবে।