নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় যশোর জেলা পর্যায়ের চারবারের চ্যাম্পিয়ন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ জয় পেয়েছে। সর্বশেষ আসরে রানার্সআপ দলটি চলতি আসরে শুরু করেছে প্রত্যাশিত জয়ে। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিকে হারিয়েছে ১০৯ রানে।
যশোর শিক্ষা বোর্ড স্কুলের ২২২ রানের জবাবে আব্দুস সামাল মেমোরিয়াল করতে পারে ১১৩ রান। একরানের জন্য সেঞ্চুরি মিস করেছে বোর্ড স্কুলের তরফদার মুবতাসিম। অপরদিকে আব্দুস সামাদের তাফিম ইসলাম পেয়েছেন ৫ উইকেট।
উদ্বোধনী অনুষ্ঠানের কারণে একঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে তরফদার মুবতাসিমের ৯৯ রানের উপর ভর করে ৩৭ ওভার ৩ বলে ২২২ রান করে শিক্ষা বোর্ড স্কুল। মুবতাসিমের বাইরে নয় নম্বরে ব্যাট করতে নামা রিদওয়ান আল ইসলাম (১০) ও শেষ ব্যাটার হাসান জিহাদ (২৩) ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। ৪৭ বলে ফিফটি করা মুবতাসিম ৯২ বলে ১১টি চার ও ১টি ছয়ে ৯৯ রান করে। জিহাদের ২০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছয়ের মার।
বল আব্দুস সামাদের তাফিম ইসলাম ৩৪ রানে ৫টি উইকেট দখল করেন। শুরুতে উইকেটকিপারের গ্লাভস পরে মাঠে নামা তাফিম ৯ ওভারে ২টি মেডেন আদায় করে নেন। এরপাশে ফারহান মুহিব ১৮ ও সোবহান গাজী ২৮ রানে ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি। শেষ পর্যন্ত ৩৯ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১১৩ রান করতে পারে। ব্যাট হাতে তাফিম ইসলাম ২৩, সাদমান রিয়ান ও ফারহান মুহিব ১৪ করে রান সংগ্রহ করেন। এরপাশে অতিরিক্ত থেকে আসে ৪৪ রান। বল হাতে বোর্ড স্কুলের কাবিদ আল সিয়াম ১৩ রানে ও তরফদার মুবতাসিম ১৭ রানে ৩টি করে এবং রিদওয়ান, আরিফুজ্জামান ও হাসান জিহাদ একটি করে উইকেট দখল করেন।
এর আগে সকালে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোকছেদ শফির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক যশোরের ম্যানেজার মোস্তফা মাহমুদ। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল ও কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো।