নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের যশোর জেলা পর্যায়ের ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর কালেক্টরেট স্কুল। শনিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ১৩ রানে হারিয়েছে সম্মিলনী ইনস্টিটিউশনকে।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে কালেক্টরেট স্কুল ৩৪ ওভার এক বলে সব ক’টি উইকেট হারিয়ে ১১০ রান করে। ব্যাট হাতে কালেক্টরেট স্কুলের স্বাধীন হোসেন ৭২ বলে তিনটি চার ও একটি ছযে ৩৯, মাহাদী আবির আপন ১৬ বলে দু’টি চারে ১১, জিএম আসিফ মাহমুদ ২৭ বলে তিনটি চারে ১২ ও সাদমান খান ২১ বলে তিনটি চারে ২১ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২০ রান।
বল হাতে সম্মিলনীর আশরাফুজ্জামান হৃদয় ২৩ রানে চারটি, সাকিবুর রহমান ১১ রানে তিনটি, সাজ্জাদ হোসেন ১৯ রানে দু’টি এবং একটি উইকেন নেন সাগর রায়।
জবাবে ৪৮ ওভার তিন বলে ৯৭ রানে গুটিয়ে যায় সম্মিলনী ইনস্টিটিউশনের ইনিংস। ব্যাট হাতে সাগর রায় ৬১ বলে একটি চারে করেছেন ১২, সাকিরুল আলম ৫৫ বলে একটি চারে ১৩, প্রনব সাও ৬২ বলে দু’টি চারে অপরাজিত ২৫ ও সিয়াম রায়হান ৩৫ বলে করেন ১০ রান। অতিরিক্ত হতে তারা পায় ১৫ রান।
বল হাতে কালেক্টরেট স্কুলের জিএম আসিফ মাহমুদ ১২ রানে চারটি, সাদমান খান ২৭ ও আসিব জামান সাত রানে দু’টি করে এবং ইয়ামিন ১১ রান খরচায় নেন একটি উইকেট।