নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর শুরু থেকে সময়টা ভাল যাচ্ছিল না যশোরের উইকেটকিপার ব্যাটার ইমরানুজ্জামানের। লিগের প্রথম ম্যাচের দুই ইনিংসেই তিনি শূন্য রানে আউট হন। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে টিকতে পারেন ৫ বল। পরে গুরুত্বপূর্ণ সময়ে গ্লাভসে জমাতে পারেননি ক্যাচ। এ কারণে দুই ম্যাচে সেরা একাদশে জায়গা হয়নি। সোমবার শুরু হওয়া ম্যাচে সুযোগ পান। এবার প্রথম ইনিংসই আউট হয়ে যান প্রথম বলেই। ওইদিন আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই রানে অপরাজিত থাকেন। তবে মঙ্গলবার দারুণ ব্যাটিংয়ে তুলে নেন প্রথম শ্রেণি ক্রিকেটে তৃতীয় অর্ধশতক। ৯৪ বলে ৬ ছারে অর্ধশতক করা ইমরান দৌড়াচ্ছিলেন প্রথম সেঞ্চুরির দিকে। তবে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলে থামেন নার্ভাস নাইনটিজে। শেষ পর্যন্ত ১৯৩ বলে করেন ৯২ রান। পরে ৯৯ বলে মারেন আরও ৩টি চার।
অপরদিকে আগের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া জাওয়াদ মোহাম্মদ রয়েন দেখা পেয়েছেন প্রথম অর্ধশতকের। ৭৭ বলে ৬ চার ও ১ অর্ধশতকে তুলে নেন প্রথম অর্ধশতক। তবে অর্ধশতকের পর আর এগোতে পারেননি রয়েন। ৭১ বলে পঞ্চাশ করা রয়েন আর পাঁচ বল ক্রিজে টিকতে পারেন।
যশোরের দুইজন একসাথে ক্রিজে থেকে স্কোরবোর্ডে ৭১ রান জমা করেন। মূলত এই দুজনের অর্ধশতকের উপর ভর করে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে যাওয়া খুলনা করতে পারে ২৫৩ রান। প্রতিপক্ষ ঢাকা বিভাগকে দিতে পারে ২০০ রানের টার্গেট। ঢাকা দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৪৮ রানে হারিয়ে ফেলেছেন দুই উইকেট। তৃতীয় দিনে ঢাকার জয়ের জন্য দরকার ১৫২ রান আর খুলনার ৮উইকেট।