ক্রীড়া রিপোর্ট:
জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য যশোর জেলা দল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ শনিবার দুপুর ১২টায় শামস্-উল-হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে যশোর জেলা দল মুখোমুখি হবে চুয়াডাঙ্গা জেলার। একই মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে অপর ম্যাচে খেলবে সাতক্ষীরা ও কুষ্টিয়া। যশোর ভেন্যুর অপর দলগুলো হচ্ছে খুলনা, পটুয়াখালী, বাগেরহাট ও নড়াইল জেলা।
যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজনে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের যশোর ভেন্যুর খেলা শেষ হবে ২৮ ডিসেম্বর।
যশোর দলের খেলোয়াড়রা হলেন হিরা খাতুন, তামান্না আক্তার, তিথী রানী ধর, টুম্পা বীন, সুরাইয়া খাতুন, সুরাইয়া আক্তার, প্রাপ্তি রানী, মিথিলা সুলতানা, সুমাইয়া ইয়াসমিন রাত্রী, আখি সুলতানা, তাহিয়া খাতুন, শারমিন আক্তার, মারিয়া ইয়াসমিন, পলি খাতুন, রুবিনা নাজনীন তিশা, সাদিয়া শবনাম কিয়া, শাম্মী আক্তার নুপুর ও সুমাইয়া শিকদার ইলা।
দলের কোচ মুসলিমা খাতুন মলি ও টিম ম্যানেজার আশরাফুল ইসলাম।