নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপে রানার্সআপ যশোর জেলা দলের খেলোয়াড়-কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে কালেক্টরেট চত্বরের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া একই স্থান থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এই সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, তায়কোয়ান্দ পরিষদের সম্পাদক দেবাশীষ মিশ্র জয় প্রমুখ।
উল্লেখ্য, ১৭-১৮ মার্চ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় এবং সাভাতে এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সার্বিক আয়োজনে এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে ১৮ স্বর্ণ, ২১ রৌপ্য ও ১৫ ব্রোঞ্জপদক জয় পায়। ৯ স্বর্ণ, ৭ রৌপ্য ও ৪ ব্রোঞ্জপদক জিতে যশোর জেলা রানার্সআপ হয়। আর চাঁপাইনবাবগঞ্জ হয়েছে দ্বিতীয় রানার্সআপ। তাদের অর্জন ৬ স্বর্ণ, ৮ রৌপ্য এবং ৫ ব্রোঞ্জপদক।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪৮ স্বর্ণপদকের জন্য যশোরের ১১জনসহ ২৫০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় মোট দুটি ক্যাটাগরিতে ১৬টি ওজন শ্রেণীতে ৪৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। তার মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে ৩২ ইভেন্টে ৯৬ ও জুনিয়র ক্যাটাগরিতে ১৬ ইভেন্টে ৪৮ পদক রয়েছে। সিনিয়র ক্যাটাগরিতে (বয়স ১৮-২৫) আটটি ওজন শ্রেণী হলো : ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৫ কেজি, অনুর্ধ্ব-৭০ কেজি, ৭০ কেজি ও ৭৫ কেজি। জুনিয়র ক্যাটাগরিতে (বয়স ১৩-১৭) আটটি ওজন শ্রেণী হলো : ৪৫, ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৫ কেজি, অ-৭০ কেজি ও ৭০ কেজি ওজন শ্রেণী।
ফ্রান্সের মার্শাল আর্টের খেলা সাভাতের দ্বিতীয় আসরের উদ্বোধন হয় গত ১৭ মার্চ।