কল্যাণ ডেস্ক
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোরে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট তাঁতিপাড়া এলাকায় পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) একই এলাকার রজব আলীর ছেলে আমিন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানায় বুধবার ভোরে এই চারজন একটি মোটরসাইকেলে চড়েই দেবীগঞ্জে তাদের এক স্বজনের জানাযা ও দাফনে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে লক্ষ্মীরহাট তাঁতিপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দাঁড়িয়ে থাকা একটি গাছভর্তি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এসময় সড়কের ওপর ছিটকে পড়েন সবাই। ঘটনাস্থলেই মারা যান তোহিদুল ইসলাম ও আমিন শেখ।
গুরুতর আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মারা যান আলমাস আলী। ঘটনার পর পরই ট্রাক্টরের চালক পালিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আজিবর রহমান বলেন, ওই চার ব্যক্তি লক্ষ্মীরহাট এলাকায় তাদের এক আত্মীয় মারা যাওয়ায় তাকে দেখতে যাচ্ছিলেন।
এদিকে রাস্তার উপর ট্রাক্টরটি দাঁড়িয়ে ছিল। ট্রাক্টরচালক পেছনে বাতিও জ্বালায়নি। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে একজন মারা যান।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখি।
আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরেকজন মারা যান। এক মোটরসাইকেলেই চার জন আরোহী ছিলেন।
১ Comment
Pingback: রাবিতে প্রক্সি দিতে এসে গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা