বিতর্কিত জনির পক্ষ নিয়ে মানববন্ধনের ডাক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি থেকে পদ স্থগিত করা নওয়াপাড়ার আসাদুজ্জামান জনির পক্ষ নিয়ে দৈনিক কল্যাণের সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া দলের শৃঙ্খলা ভঙ্গ বলে মনে করছেন নেতারা। অভয়নগর উপজেলা যুবদল ও জেলা যুবদলের অনুমতি ছাড়াই এককভাবে মাসুদ পারভেজ সাথী এমন কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। মাসুদ পারভেজ সাথী অভয়নগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি বিতর্কিত আসাদুজ্জামান জনির পকেটের লোক। জনির পারপাস সার্ফ করতে নিজে এমন কর্মসূচি ডেকেছেন। এরসাথে বিএনপি, যুবদল কিংবা অঙ্গ সংগঠনের কোন সম্পর্ক নেই বলে নেতারা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, অভয়নগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী তার ফেসবুক একাউন্টে কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সেখানে লেখা আছে, ‘আগামীকাল (আজ ৮ মে) বিকাল ৩ টায় দৈনিক কল্যাণের সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতার, পত্রিকার লাইসেন্স বাতিল এবং দৈনিক কল্যাণ পত্রিকা অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। কর্মসূচিতে অভয়নগরের সকল ইউনিয়ন এবং নওয়াপাড়া পৌর সভার প্রতিটি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকবার বিশেষ অনুরোধ রইলো।’
কর্মসূচির বিষয়ে জানতে অভয়নগর থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানার সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমি এমন কোন কর্মসূচির বিষয়ে অবগত নেই। কর্মসূচিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি কোন ব্যাখ্যা দিতে পারবো না। বিষয়টি আমি জানি না।
একই বিষয়ে জানতে অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলুর সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, জনি এখন বিএনপির কোন পদে নেই। তার পক্ষ নিয়ে দলীয়ভাবে কোন কর্মসূচি ঘোষণা দেয়ার সুযোগ মূল দল, অঙ্গ বা সহযোগী সংগঠনের নেই। তবে আসাদুজ্জামান জনির নিজস্ব কিছু লোক আছে তারা কর্মসূচি দিতে পারে। কিন্তু দলীয়ভাবে এমন কর্মসূচির উদ্যোগ নেয়ার সুযোগ নেই। এই কর্মসূচির ডাক দিয়েছেন অভয়নগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী এই বিষয়টি জানেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাথী জনির লোক। সাথীকে দিয়ে জনি এগুলো করাতে পারে।
এদিকে জেলা যুবদলের অনুমতি ছাড়া এমন কর্মসূচির ডাক দেয়ার ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ বলেন, যুবদল এমন কোন কর্মসূচি ঘোষণা করেনি। তাছাড়া পদ স্থগিত একজন ব্যক্তির পক্ষ নিয়ে যুবদলের এমন কর্মসূচি করার কোন সুযোগও নেই।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, এমন কর্মসূচির কথা আমাদের জানা নেই। যদি পদ স্থগিত কোন ব্যক্তির বিষয়ে দলের অনুমতি ছাড়া কেউ এমন কর্মসূচি দিয়ে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
কর্মসূচির বিষয়ে জানতে অভয়নগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথীর সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির কথা অনুযায়ী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। তবে বিষয়টি জেলা যুবদল এবং থানা যুবদলের অগোচরে করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি স্বীকার করেছেন।