নিজস্ব প্রতিবেদক
জান্নাত ফাউন্ডেশন যশোরের উদ্যোগে রিকশা চালকদের মাঝে বিনামূল্যে আম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এই আম বিতরণ অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। অনুষ্ঠানে একশ জন রিকশা চালকের মাঝে একশ কেজি পাকা আম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি মনোতোষ বসু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম আর খান মিলন, জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা খাতুন মনি, সাধারণ সম্পাদক সাথী ইসলাম, অর্থ সম্পাদক বিসিএমসি কলেজের সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান প্রমুখ।