নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেজর (অবঃ) মাহফুজুর রহমানকে। জাতীয় পার্টি (জাপা)’র চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ দায়িত্ব দেয়া হয়। আর এর ফলে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।
এ বিষয়ে মাহফুজ বলেন, তার উপর অর্পিত এই গুরু দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন। মেজর (অবঃ) মাহফুজুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ায় তাকে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।