নিজস্ব প্রতিবেদক: জাকজমক পরিবেশের মধ্য দিয়ে আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ উদযাপন করবে যশোরবাসী। উদ্বোধন উপলক্ষে আকাশে ফোটানো হবে আতশবাজি, শহরজুড়ে ঝলমল করবে রঙিন আলো।
সকাল সাড়ে ৯টা থেকে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে প্রস্তুত থাকবে যশোরবাসী। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করার সাথে সাথে সমাবেত কণ্ঠে বেজে উঠবে পদ্মা সেতু নিয়ে তৈরি করা বিশেষ সঙ্গীত। সন্ধ্যা ৭টা থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বের হবে আনন্দ র্যালি।
বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এমনটা জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
তিনি আরও জানান, পদ্মা সেতু আমাদের আবেগ ও স্বপ্নের সেতু। আর পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে যশোরের অবস্থান সব থেকে গাঢ় হবে। যশোর থেকে অল্প সময়ে ঢাকা যাতায়াতই শুধু নয়; এই সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে এই জেলাতেও ঘটবে ব্যবসা বাণিজ্যের প্রসার। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল বন্দরের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। তাই দিনটি আমাদের স্মরণীয় করে রাখার জন্য জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, আফজাল হোসেন দোদুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, ইসলামিক ফাউেন্ডশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, সড়ক বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি যশোরের সভাপতি হারুণ-অর রশীদ, জোলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দীপংকর দাস রতন, এডাব যশোরের সহসভাপতি শাহাজাহান নান্নু প্রমুখ।