জ্যেষ্ঠ প্রতিবেদক: যুদ্ধাপরাধী, আগুন-সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী জামায়াত-বিএনপি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করলে রাজপথে তাদের প্রতিহত করা হবে। জনগণের জান-মাল নিয়ে ছিনিবিনিয়ে খেলার সুযোগ তাদের দেয়া হবে না। যেখানেই ‘সন্ত্রাস-নাশকতা’র পাঁয়তারা করবে সেখানেই প্রতিহত করা হবে।
রাজপথে খেলা হবে বলেও যশোরের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা কৃষক লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ হয়। জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী বাহাউদ্দিন ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, শ্রমিকলীগ নেতা সাইফুর রহমান, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।
বক্তারা জামায়াত-বিএনপিকে সতর্ক করে বলেন, সভা সমাবেশ করার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু লাঠি নিয়ে মিছিল, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অধিকার কারোর নেই। যশোরের মাটিতে কোনো রকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালালে জনগণকে সাথে নিয়ে কঠোরহস্তে প্রতিহত করা হবে।
প্রয়োজনে রাজপথে খেলা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ আরও বলেন, ঢাকায় তাদের সমাবেশ ১০ ডিসেম্বর। কিন্তু গত কয়েকদিন ধরে তারা লাঠি নিয়ে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
বুধবার তারা নয়াপল্টনে রাজপথে বসে তীব্র জানজট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়ে দেয়। ভেবেছিল সমাবেশের আগেই ঢাকার দখল নিয়ে নাশকতা চালানো যাবে। কিন্তু আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যরা জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। তাদের অপচেষ্টা মাঠে মারা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় যশোরে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
কেশবপুর
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন প্রমুখ।
অভয়নগর
অভয়নগরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নওয়াপাড়া বাজারে বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগ নেতা আব্দুর রউফ মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ।
চৌগাছা
প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগ। শহরের বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী মিছিলের নেতৃত্ব দেন।
মিছিল শেষে বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, শ্রম সম্পাদক সানোয়ার হোসেন বকুলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বাগআঁচড়া
শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগআঁচড়া ইউনিয়ান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস কবির বকুলের সভাপতিত্বে মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ টিংকু, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হাসান তুতুল, ছাত্রলীগের বাগাআঁচড়া কলেজ শাখার সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, আলী আহম্মাদ, শামীম হোসেন প্রমুখ।