নিজস্ব প্রতিবেদক
জাল কাবিননামা তৈরির অভিযোগে সাবেক স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের হাটবিলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে শিক্ষানবীশ আইনজীবী আজগর আলী এ মামলা করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো সদরের সিরাজসিঙ্গা গ্রামের আব্দুল হালিম ও তার মেয়ে ওমাইয়া আক্তার রিমি।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আজগর আলী এলএলবি পাশ করে যশোর জজ কোর্টে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত আছেন। ২০১৯ সালের ২৯ আগস্ট আজগর আলী পারিবারিকভাবে মৌলভীর মাধ্যমে ৩০ হাজার টাকা দেনমোহরে রিমিকে বিয়ে করেন। এ বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করা হয়নি। আসামিরা আজগর আলীকে কুয়াদা মাদ্রাসায় চাকরি দেয়ার কথা বলে ৮ লাখ টাকা গ্রহণ করেন। চাকরি না দিয়ে আব্দুল হালিম টাকা আত্মসাত করে দেন। এ নিয়ে মতবিরোধের জের ধরে চলতি বছরের ২৬ জানুয়ারি আজগর আলী তার স্ত্রীকে তালাক দেন। গত ১ ফেব্রুয়ারি রিমি তালাকের কপি গ্রহণ করেছেন। এরপর আসামিরা ক্ষতি করার উদ্দ্যেশে জাল জালিয়াতি করে একটি কাবিননাম তৈরি করে তাতে দুই লাখ টাকা দেনমোহর উল্লেখ করেন।
এরপর এ কাবিননামার টাকা উদ্ধারে বিভিন্ন দফতরে অভিযোগ দিচ্ছেন রিমি ও তার পিতা। প্রকৃত পক্ষে আজগর আলীর কাছ থেকে চাকরি দেয়ার নামে আট লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে এ চক্রান্ত করছেন তিনি। জাল কাবিননামাকে সঠিক বলে প্রচার করায় তিনি এ মামলা করেছেন।