নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর যশোর শহরের বারান্দীপাড়া জামে মসজিদ চত্বরে তার নামাজে জানাজা শেষে বারান্দিপাড়া কবর স্থানে দাফন করা হয়েছে। জানাজায় অংশ নেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও যশোর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, জেলা কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, লোকমান আলী, আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, জাসদ পৌর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবর, জেলা জাসদের কোষাধ্যক্ষ নূর ইসলাম, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক যুব নেতা কবির হোসেন রাব্বুল, পৌর জাসদের নেতা রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা এসএম রবি সিদ্দিকী, টিইউসি নেতা মাহাবুবুর রহমান মজনু, বিএনপি নেতা জাহাঙ্গীর আহমেদ শাকিলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় যশোর শহরের বারান্দিপাড়ার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, পুত্রবধূ ও পোতা ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
