নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেটের সুপার লিগের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর। তাতে লিগের শেষ ম্যাচে না জিতলেও রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হতো ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর। তবে ওই সমীকরণে না যেয়ে দেশ ক্রিকেট একাডেমির বিপক্ষে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর।
মঙ্গলবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে ৪ উইকেটে দেশ ক্রিকেট একাডেমিকে হারিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগ টায়ার-১ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। দেশ ক্রিকেট একাডেমি পরাজিত হওয়ায় রানার্সআপ হয়েছে মণিরামপুর ক্রিকেট একাডেমি। সেই সাথে ইয়াকুব আলীর সাথে মণিরামপুর ক্রিকেট একাডেমিও আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ টায়ার-১ খেলার সুযোগ পাবে।
প্রথমে ব্যাট করতে নেমে দেশ ক্রিকেট একাডেমি নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে। ব্যাটিং ইনিংসে দলের পক্ষে রাজ্জাক ১৯ বলে ৬টি চার ও একটি ছয়ে ৩১, নাজমুল হোসেন ১৮ ও রবিউল ইসলাম ১৬ রান করেন। বল হাতে ইয়াকুব আলী স্মৃতি খেলা ঘরের আসিফ ২৮ রানে ৩টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইয়াকুব আলী স্মৃতি খেলাঘর। ব্যাট রিয়াজ ২০ বলে ৩০, ইমাদুল ২০ বলে ৩টি ছয় ও ১টি অপরাজিত ৩২, হাবিবুজ্জামান ৩০ রান করেন। দেশ ক্রিকেট একাডেমির নামজুল হোসেন, রনি ও রাজ্জাক প্রত্যেকে দুটি করে উইকেট দখল করেন।
খেলা শেষে প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএস আকসাদ সিদ্দিকী শৈবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপশহর কলেজের অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ^াস ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য শামস্-উল-বারি শিমুল। ক্রীড়া সংগঠক নিবাস হালদারের উপস্থাপনায় স্বাগত বক্তব্যে রাখেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো।
