নিজস্ব প্রতিবেদক
যশোর-১ (শার্শা) আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি সোমবার বেনাপোলের পুটখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাইস্কুল মাঠে উঠান বৈঠক করেছেন। এসময় তিনি বলেন, এদেশে আর দিনের ভোট রাতে হবে না। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। সেই দলের কাছে দেশের সকল নাগরিক সমান। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের অধিকার সমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তবিবুর রহমান মোড়ল। এসময় মফিকুল হাসান তৃপ্তি আরো বলেন, আমরা দেশে উন্নয়ন চাই, শান্তি চাই। আমরা কখনো কোন নিরাপরাধ মানুষের উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার অন্যায় হোক এটা চাই না। বিগত আওয়ামী সরকার দীর্ঘ ১৫ টি বছর মানুষকে জিম্মি করে হত্যা মামলা খুন গুমের মত নিকৃষ্ট কাজ করেছে। মানুষ তাদের মুখের ভাষা ব্যক্ত করতে পারেনি। আমরা চাই এদেশের সকল মানুষ নিরাপদে বসবাস করুক।
তিনি আরো বলেন, আওয়ামী নেতারা আজ কোলকাতায় অফিস করেছে। তাদের দাদারা অফিস করতে সহযোগিতা করেছে। আমি বলি শুধু অফিস কেন আপনারা আওয়ামী নেতাকর্মীদের নিয়ে যান আপনার দেশে তাদের রাজনীতি করান। এসময় তিনি জামায়াতের উদ্দেশ্য বলেন, তারা কখনো গণভোট কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। গোলাম আযমকে পাকিস্তান থেকে আনায় হয়েছে আমাদের চরম ভুল। দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই দলটি এখন নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। আমরা জামায়াতকে হুশিয়ার করতে চাই আপনারা সাবধান হয়ে যান। আপনারা সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুন। নইলে আপনাদেরও আবার পালাতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ অঙ্গসংঠনের নেতাকর্মীরা।
