নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় সভায় যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শাসকের রক্ত চক্ষু বরাবরই সঠিক ইতিহাসকে সামনে আসতে দেয় না। কিন্তু ইতিহাস প্রত্যেকের অবদানকে স্বীকার করে। তাই বর্তমান শাসক গোষ্ঠী যতই শহীদ জিয়াউর রহমানের কাল উত্তীর্ণ ইতিহাসকে মুছে ফেলার ঘৃণষড়যন্ত্র করুক না কেন কোন দিনই তাদের সেই অপচেষ্টা সফল হবে না। কারণ শহীদ জিয়ার আদর্শ দর্শন তার বর্ণাঢ্য ইতিহাস প্রতিটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে। জনগণের হৃদয় থেকে তা মুছে ফেলতে পারবে না।
শহীদ জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ছাড়াও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাড. নজরুল ইসলাম, মো. মুছা, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল। এর আগে সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। এছাড়া সকালে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।